News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

রবিনসন স্ট্রিটের ছায়া এবার হরিণঘাটায়, ন’ মাস ধরে মায়ের দেহ আগলে রেখেছিলেন দুই ছেলে

FOLLOW US: 
Share:
হরিণঘাটা:  কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার দেখা গেল নদিয়ার হরণিঘাটা পুরসভার অন্তর্গত সিমহাটে। ন’ মাস আগে মৃত্যু হয়েছিল মা ননীবালা সাহার। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর কাউকে কিছু না জানিয়ে ন’ মাস ধরে সেই দেহ আগলে রেখে দিয়েছিল দুই ছেলে অরুণ সাহা ও অজিত সাহা। রবিবার দুপুরে আচমকা এই ঘটনা প্রকাশ্যে আসে। তারপরই এলাকায় পুলিশ এসে উদ্ধার করে একটি নরকঙ্কাল। পুলিশি জেরায় দুই ছেলে অরুণ ও অজিত সাহা জানিয়েছেন, তাঁদের মা ৮৫ বছর বয়সি ননীবালা এই বছর ১৬ জানুয়ারি মারা যান। সেসময় মারাত্মক ঠাণ্ডা থাকায় তাঁরা ভাবেন কয়েকদিন পর দাহ করবেন। তাঁদের আরও দাবি তাঁদের দুই ভাইয়ের একজনের দাঁতে ও আরেকজনের পায়ে ব্যাথা ছিল। তাই তাঁদের পক্ষে দেহ নিয়ে গিয়ে দাহ করা সম্ভব ছিল না। দিন কয়েক বাদে তাঁরা দেখেন তাঁদের মায়ের দেহে পোকা ধরে গেছে। তখন তাঁরা কাউকে কিছু না জানিয়ে, ঘরের মধ্যেই রেখে দেন সেই দেহ। পাড়া-প্রতিবেশীরা তাঁদের কাছে মায়ের কথা জিজ্ঞেস করলে, তাঁরা বলতেন মা ভাল আছে। তবে অসুস্থ, তাই ঘুমিয়ে রয়েছেন। দীর্ঘদিন ধরে এক কথা বলায় প্রতিবেশীদের মনে সন্দেহ জাগে। দিন কয়েক আগে ওই এলাকারই স্থানীয় বাসিন্দা রূপক অধিকারী হরিণঘাটা পুরসভার হয়ে ওই বাড়িতে একটি সমীক্ষায় যান। তারজন্যে তাঁর বাড়ির মাপ নেওয়ার ও ভেতরে যাওয়া প্রয়োজন ছিল। কিন্তু তাঁকে কিছুতেই ঘরের ভেতর যাওয়ার অনুমতি দেননি দুই ভাই। তখনই সন্দেহ জাগে ওই ব্যক্তির মনে। তারপর তিনি পরিকল্পনা করে ছজনের একটি দল গঠন করে রবিবার সকালে ওই বাড়িতে যান তাঁরা। তখনও একইভাবে বাধা দেন দুই ভাই। তারপর আরও বড় একটি দল তৈরি করে, জোর করে বাড়ির ভিতর ঢুকে যান। স্যাঁতস্যাঁতে, অন্ধকার, নোঙরা ঘরের মধ্যে ঢুকে তাঁরা খাটের ওপর কম্বল চাপা নরকঙ্কালটি দেখে চমকে যান। তারপরই পুলিশে খবর দেওয়া হয়। প্রসঙ্গত, বাড়িটি একটি বিশাল জমির ওপর, মূল রাস্তার থেকে অনেকটা ভেতরে। সেইজন্যেই হয়তো লোকের কাছে দেহ থেকে পচনের গন্ধ নাকে এসে পৌঁছয়নি, অনুমান পুলিশের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ননীবালাদেবীর স্বামী কুঞ্জমোহন সাহা বেঙ্গল কেমিক্যালে চাকরি করতেন। বছর কুড়ি আগে মৃত্যু হয় তাঁর। বাড়ির উঠোনে তিনি আর একটি পাকা বাড়ির ভিত করে গিয়েছিলেন। যদিও সেই বাড়ি অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে। অরুণবাবু বিএসসি পাশ করে চাকরি পাননি। এলাকায় টিউশন পড়াতেন। পাড়ায় তাঁর অসংখ্য ছাত্র ছিল। কিন্তু গত দশ বছর সেসবও ছেড়ে দেন অরুণবাবু। ছোট ভাই অজিত কোনও কাজকর্ম করতেন না। থানায় এনে দু’জনকে ভাত খাওয়ায় পুলিশ। তারপর শুরু হয় জেরা। পুলিশের দাবি দুই ভাইয়ের মানসিক সমস্যা রয়েছে।
Published at : 12 Sep 2016 04:42 AM (IST) Tags: nadia house Son

সম্পর্কিত ঘটনা

West Bengal News Live: সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা, আতঙ্কে ঘুম ভাঙল শহরের

West Bengal News Live: সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা, আতঙ্কে ঘুম ভাঙল শহরের

Nepal Earthquake : বছরে বছরে নেপালে বহু মানুষের প্রাণ কেড়েছে ভূমিকম্প, এবার ক্ষয়ক্ষতি কেমন?

Nepal Earthquake : বছরে বছরে নেপালে বহু মানুষের প্রাণ কেড়েছে ভূমিকম্প, এবার ক্ষয়ক্ষতি কেমন?

Delhi Bangladeshi Arrest: দিল্লি থেকে ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী, এবার জালে ৯, একই হোটেল থেকে ধৃত ৭

Delhi Bangladeshi Arrest: দিল্লি থেকে ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী, এবার জালে ৯, একই হোটেল থেকে ধৃত ৭

Tiger Terror: সবে ফিরেছে জিনাত, ফের বাঘের আতঙ্ক বঙ্গে, ঝাড়খণ্ড সীমানাতেও মিলল পায়ের ছাপ

Tiger Terror: সবে ফিরেছে জিনাত, ফের বাঘের আতঙ্ক বঙ্গে, ঝাড়খণ্ড সীমানাতেও মিলল পায়ের ছাপ

West Bengal News Live: জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়! রয়্যাল বেঙ্গল-আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা

West Bengal News Live: জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়! রয়্যাল বেঙ্গল-আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা

বড় খবর

Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'

Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'

OYO Hotel Booking: অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  

OYO Hotel Booking: অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  

Gold Price : HMPV ভাইরাসের প্রভাব সোনার দামে, সপ্তাহের শুরুতেই কমল রেট, আজ নিলে কততে পাবেন ?

Gold Price : HMPV ভাইরাসের প্রভাব সোনার দামে, সপ্তাহের শুরুতেই কমল রেট, আজ নিলে কততে পাবেন ?

Stock Market Crash : ভারতে HMPV ভাইরাসের থাবা ! ১২০০ পয়েন্ট ধস সেনসেক্সে, এখনই বেরোবেন ? 

Stock Market Crash : ভারতে HMPV ভাইরাসের থাবা ! ১২০০ পয়েন্ট ধস সেনসেক্সে, এখনই বেরোবেন ?